Header Border

ঢাকা, সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৫.০৮°সে

নুনেরটেকের আতংকের নাম মাদক ব্যাবসায়ী আবুল হাসেম

সময় সংবাদ রিপোর্টঃ নারী পাচারকারী ও সুবিদাবাদী দল বদলকারী আবুল হাসেম নানা অপকর্মের সাথে জড়িত। নুনেরটেকের সাধারণ মানুষের আতংকের নাম আবুল হাসেম। তার বাবা ও চাচা সুলতান মেম্বার ছিলেন বি,এন পির নেতা। ২০০৯ সালে যখন আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর তার পরিবার দল পাল্টিয়ে যোগ দিলেন আওয়ামীলীগে, মাঝখানে ১০ বছর জাতীয় পার্টিতে যোগ দিয়ে খোকা এমপির নাম ব্যবহার করে বালু সন্ত্রাসীদের যোগসাজসে গুচ্ছগ্রাম মায়াদ্বীপেবালু কেটে কয়েক কোটি টাকার মালিক হোন।

ক্ষমতার জের ধরে নারী পাচার ও মাদক বিক্রি করে গত কয়েক বছরে প্রায় কয়েক কোটি টাকার সম্পদ গড়ে তুলেন, তার সম্পদের হিসাব নিলে বেড়িয়ে যাবে তার অবৈধ টাকার উৎস। বাল্য বিবাহের মদদ দাতা, গ্রাম্য বিচারের নামে টাকা খেয়ে অবিচার করা, বিদেশে লোক পাঠানোর নাম করে বহু লোকের টাকা মেরে খাওয়াসহ বিভিন্ন অপকর্মের মুল হোতা, রুপায়ন কোম্পানির জমির দালাল।

মিনারা নামে এক নারীকে পাচার করার সময় সে ধরা পড়ে সেই মামলা এখনো কোর্টে চলমান। নুনেরটেকের যত লোক আছে তার কাছে জিম্মি থাকে, কাউকে বিদেশে পাঠালে তার মাধ্যমে পাঠাতে হবে নয়তো তাদের নানা ভাবে হয়রানী করেন। তার মামা বর্তমান মেম্বার ওসমান গনি, সে নুনেরটেক আওয়ামীমীলগের ওয়ার্ড সভাপতি, যা গোপতে আধাত রয়েছে জাতীয় পার্টির সাথে জাতীয় পার্টির এজেন্ট হিসেবে কাজ করে, তারা গড়ে তুলেছে নুনেরটেক এক সন্ত্রাস বাহিনি, তার সন্ত্রাস বাহিনি দ্বারা অত্যাচার চালায় নিরীহ মানুষের উপর গত ৯ মাস আগে এক স্কুল শিক্ষিকাকে মারধর করে তার স্কুল বন্ধ করে দেয় সেই স্কুল শিক্ষিকা৷

এখনো সেই স্কুল শিক্ষিকা বাড়ীতে ফিরতে পারেননি, এলাকায় হাসেমের বাহিনি প্রায় ১০ টি ঘর পুড়েছে আকরম আলী রুপ মিয়া আফছর উদ্দিনের আরো অনেকের ঘর পুড়ার মামলা হাসেম ওসমান মেম্বারের নামে সোনারগাঁও থানায় মামলা রয়েছে, বাদীদের জিম্মি করে মামলা উঠিয়ে নেয়। আইন প্রসাসনের কাছে আকুল আবেদন তার সম্পদের হিসাব নেওয়া হউক তার সকল অবৈধ টাকার উৎস সামনে আসবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

সব বিভাগে টানা ৫ দিন বৃষ্টির আভাস
সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ
১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত নানা অনুষ্ঠান করবে সরকার
মব জাস্টিসের নামে কোন কর্মকাণ্ড সমর্থন করে না বিএনপি : রিজভী
গড়ে ৪ জন প্রার্থী বিএনপির, একক প্রার্থী জামায়াতের
মাদকের করালগ্রাসে ক্ষতবিক্ষত বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম

আরও খবর